শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ মার্চ ২০২৪ ১৬ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় গৌরবের মুহূর্ত ব্যবহার করা হচ্ছে ভোটের প্রচারে। প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ দায়ের করলেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। বুধবার ২৭ মার্চ অভিযোগ দায়ের করেছেন তিনি।
এবছর বহরমপুর লোকসভা আসনে তৃণমূল মাঠে নামিয়েছে ইউসুফ পাঠানকে। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট জেতে ভারত। সেই বছর ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। অধীরের অভিযোগ, এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ইউসুফ যে পোস্টার ও ব্যানার লাগিয়েছেন সেখানে ২০১১ সালের সেই বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জেতার মুহূর্তের ছবি ব্যবহার করা হচ্ছে। এই ছবিতে আছেন ভারতরত্ন ক্রিকেটার শচীন তেন্ডুলকারের ছবিও।
কংগ্রেস প্রার্থীর অভিযোগ, জয়ের ওই মুহূর্তটি ছিল গোটা দেশের কাছে গর্বের বিষয়। যেটা ভোটের প্রচারে ব্যবহার করা উচিত নয়। যা মডেল কোড অফ কনডাক্ট ভঙ্গ করছে।